All Menu

নওগাঁর পত্নীতলায় বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, নওগাঁ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নওগাঁর পত্নীতলায় উপজেলা প্রশাসন ও বেসরকারি এনজিও সংস্থা ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচীর যৌথ উদ্যোগে বাল্যবিয়ে প্রতিরোধে বাল্যবিয়ে নিরোধ কমিটির সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় মহিলা সংস্থা পত্নীতলার আমিনুল হকের সঞ্চালনায় সোমবার উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সভায় উপজেলা নির্বাহী অফিসার মোছা: রুমানা আফরোজ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাদ, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, পত্নীতলা থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ্, উপজেলা সমাজ সেবা অফিসার সুলতান আহমেদ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও পত্নীতলা প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী, মাটিন্দর ইউপি চেয়ারম্যান সুলতান মাহমুদ, দিবর ইউপি চেয়ারম্যান রাহাদ হোসেন, ব্র্যাক নওগাঁ জেলা ব্যবস্থাপক (সেলফ) আবু সায়েম, দ্যা হাঙ্গার প্রজেক্ট নওগাঁ জেলা সমন্বয়ক আছির উদ্দীন, ব্র্যাক পত্নীতলা এসোসিয়েট অফিসার (সেলফ) সীমা পারভিন। এসময় উপস্থিত ছিলেন চেয়ারম্যানবৃন্দ, বিয়ে রেজিষ্ট্রারগণ, এনজিও সংস্থার কর্মকর্তা প্রমুখ। এসময় বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসনের সাথে সমন্বয় সাধন করা, বাল্যবিবাহ হ্রাসকরণে চ্যালেঞ্জসমূহ চিহ্নিত এবং ভবিষ্যতে কর্মকৌশল নির্ধারণ করা, বাল্যবিয়ে প্রতিরোধে কার্যকরী সমন্বিত উদ্যোগ গ্রহণ করার উপর আলোচনা করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top