All Menu

চাঁপাইনবাবগঞ্জে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

মোঃ আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: সামাজিক সম্প্রীতি ও ধর্মীয় সংহতি রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষে সমাবেশ হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। জেলা প্রশাসনের উদ্যোগে সোমবার সকালে কালেক্টরেট চত্বরস্থ বঙ্গবন্ধু মঞ্চের সামনে এই সমাবেশ হয়। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল। বিশেষ অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসী, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক সাংসদ মুহা. জিয়াউর রহমান, বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আব্দুস সামাদ, নবাবগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ ড. প্রফেসর শংকর কুমার কুন্ডু, অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান। এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেবেন্দ্র নাথ উঁরাও, উত্তরবঙ্গ বৈষ্ণব সংঘের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল শ্যামকিশোর দাস গোস্বামীসহ জেলার বিভিন্ন সরকারী-বেসরকারি প্রতিষ্ঠানের প্রধানগণ, ইমাম, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সমাবেশে সামাজিক সম্প্রীতি ও ধর্মীয় সংহতি রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি এবং সাম্প্রদায়িক গুজব প্রতিরোধে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া-কর্মীসহ সকলকে এগিয়ে আসার আহবান জানান বক্তারা। জেলায় সামাজিক সম্প্রীতি বজায় রাখতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top