All Menu

কালীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু

হেলালী ফেরদৌসী, নিজস্ব প্রতিনিধি, ঝিনাইদহ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার ৩নং কোলা ইউনিয়নে সুব্রত নামের এক যুবকের মৃত্যু হয়েছে । নিহত সুব্রত উপজেলার কোলা ইউনিয়নের পারিয়াট গ্রামের স্বপন কুমারের ছেলে। তিনি অনার্স ২য় বর্ষের ছাত্র ছিলেন। সূত্রে জানা গেছে, রবিবার দিবাগত রাতে ছেলেটিকে ঘরে ঘুমন্ত অবস্থায় বিষাক্ত সাপে দংশন করে, পরে রোববার ভোর রাতে তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে স্বজনেরা । ডাক্তার সাপে দংশন-কৃত রোগীর অবস্থা খারাপ দেখে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেয়। পরে যশোর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top