All Menu

ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে আরোহীর মৃত্যু

বিধান দাস, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে রাজু ইসলাম (৪০) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। একই দুর্ঘটনায় আহত হয়েছেন আবুল কালাম (৪৫) ও ইমরান (২৫) নামের আরও দুইজন। শুক্রবার দুপুরে পীরগঞ্জ উপজেলার ৯নং সেনগাঁও ইউনিয়নের দানাজপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাজু ইসলাম উপজেলার দানাজপুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানায়, পীরগঞ্জ শহর থেকে মোটরসাইকেল যোগে দানাজপুর এলাকায় যাচ্ছিলেন নিহত রাজু, কালাম ও ইমরান। এসময় গোদাগাড়ী এলাকায় পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারান। এতে মোটরসাইকেলটি গাছের সাথে ধাক্কা খেলে মোটরসাইকেলের আরোহী তিনজনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাজু ইসলামকে মৃত ঘোষণা করেন। অপরদিকে আবুল কালামের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আলম।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top