All Menu

চাঁপাইনবাবগঞ্জে সেক্টর কমান্ডার্স ফোরাম মুক্তিযুদ্ধ ৭১ এর উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠান

মোঃ আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদদ্বিতায় নির্বাচিত চেয়ারম্যান আলহাজ রুহুল আমিনকে সংবর্ধনা দিয়েছে সেক্টর কমান্ডার্স ফোরাম মুক্তিযুদ্ধ ৭১ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা। শুক্রবার সকালে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এই সংবর্ধনা দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন সেক্টর কমান্ডার্স ফোরাম মুক্তিযুদ্ধ ৭১ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা সভাপতি আলহাজ এ্যাড. আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক ড. এ্যাড. তসিকুল ইসলাম, ফোরামের সহ-সভাপতি নবাবগঞ্জ সরকারী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর সুলতানা রাজিয়া ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ডা. গোলাম রাব্বানী, মহিলা বিষয়ক সম্পাদক এ্যাড. আঞ্জুমান আরা বেগম, বীর মুক্তিযোদ্ধা ওমর আলীসহ বীর মুক্তিযোদ্ধাগণ, দিয়াড় কলেজের অধ্যক্ষ মোঃ সাজেমান আলী, কৃষ্ণগোবিন্দপুর ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ সাইদুর রহমান, জেলা কৃষকলীগের সভাপতি এ্যাড. আব্দুস সামাদ বকুল, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান টিটো, জেলা ছাত্রলীগের সভাপতি নাহিদ শিকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। শুরুতে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সেক্টর কমান্ডার্স ফোরাম মুক্তিযুদ্ধ ৭১ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ নবনির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ রুহুল আমিন কে বরণ করে নেন। শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা হয়। সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধাগণ ও সেক্টর কমান্ডার্স ফোরাম মুক্তিযুদ্ধ ৭১ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ। বক্তারা সেক্টর কমান্ডার্স ফোরাম ৭১ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার একটি নিজস্ব ভবন প্রতিষ্ঠার জন্য জেলা পরিষদ চেয়ারম্যানের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে আবেদনের জোর দাবী জানান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top