ময়মনসিংহ ব্যুরো, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নৌকা বাইচ দেখতে গিয়ে দুই দিন আগে নৌকাডুবিতে নিখোঁজ চাচা-ভাতিজার লাশ ময়মনসিংহের গফরগাঁওয়ের পাগলার গাভীশিমুল বাজার এলাকার পুরাতন ব্রহ্মপুত্র নদ থেকে থেকে উদ্ধার করেছে গ্রামবাসী। বুধবার (২১ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে গফরগাঁওয়ের পাগলা এলাকার গাভীশিমুল বাজার পুরাতন ব্রহ্মপুত্র নদ থেকে ঘটনার দু’দিন পর লাশ উদ্ধার করা হয়। এ সময় হোসেনপুর ফায়ার সার্ভিস কর্মীরা ও পাগলা থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। স্থানীয় ইউপি সদস্য আব্দুল মালেক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। আব্দুল মালেক জানান, বুধবার (২১ সেপ্টেম্বর) সকালে খবর পেয়ে নিখোঁজের আত্মীয়-স্বজনসহ গ্রামবাসী উপজেলার পাগলা থানাধীন পাঁচবাগ ইউনিয়নের গাভীশিমুল বাজার এলাকা থেকে সিফাত (১৭) ও চরশাখচূড়া মাতারবাড়ি এলাকা থেকে শিশু ইয়াছিনকে (৬) মরদেহ উদ্ধার করে। নিহত সিফাত চরশাখচূড়া (উজানচর) গ্রামের আব্দুস ছামাদের ছেলে ও ইয়াছিন একই গ্রামের মনির হোসেনের ছেলে। নিহতরা সম্পর্কে চাচা-ভাতিজা। এদিকে লাশ উদ্ধারের খবর পেয়ে নিখোঁজের আত্মীয়-স্বজনসহ গ্রামবাসীর ভীড় জমেছে নদের পাড়ে। স্থানীরা জানান, সোমবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে পাশের হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নের সাহেবেরচর এলাকায় নৌকা বাইচ চলাকালে একটি বাইচের নৌকার সাথে বাইচ দেখতে আসা অপর একটি ডিঙি নৌকা ধাক্কা লেগে ডুবে যায়। এতে ডিঙি নৌকার আরোহীদের মধ্যে বেশ কয়েকজনকে জীবিত উদ্ধার করা গেলেও দু’জন নিখোঁজ ছিল। গত দু’দিন ধরে ব্রহ্মপুত্র নদে নিখোঁজদের উদ্ধারে অভিযান চালায় তাদের আত্মীয়সহ হোসেনপুর ও কিশোরগঞ্জের দমকল বাহিনী-দলের সদস্যরা।কিন্তু কোথাও কোন সন্ধান করতে না পারায় উদ্ধার করা সম্ভব হয়নি। পাগলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাশেদুজ্জামান বলেন, নিখোঁজ দু’জনের লাশ উদ্ধার করা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।