ময়মনসিংহ ব্যুরো, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ময়মনসিংহে ঢাকাগামী বলাকা কমিউটার ট্রেনের বগি লাইন চ্যুত হয়েছে। এতে ময়মনসিংহের সঙ্গে ভৈরব-নেত্রকোনা-জারিয়ার যোগাযোগ বন্ধ রয়েছে। ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর পৌনে ২টার দিকে ময়মনসিংহ মহানগরীর পালপাড়া বলাশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ময়মনসিংহ রেলওয়ে থানার উপ-পরিদর্শক মির্জা মোহাম্মদ মুক্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘নেত্রকোনার জারিয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী বলাকা কমিউটার ট্রেনের এসএলআর (মালবাহী-যাত্রীবাহী) বগি পালপাড়া বলাশপুর এলাকায় এসে ৬ নম্বর বগির দু’টি চাকা লাইন চ্যুত হয়ে যায়। এতে ময়মনসিংহ-নেত্রকোনা ও কিশোরগঞ্জের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে খবর পেয়ে তাৎক্ষণিক লোক পাঠিয়ে হাইড্রোলিক জগ দিয়ে লাইন চ্যুত ট্রেনের চাকা লাইনে তোলার চেষ্টা চলছে। দ্রুত রেল চলাচল স্বাভাবিক হবে।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।