ইয়াকুব নবী ইমন, নোয়াখালী জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: সেনবাগসহ দেশব্যাপী আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তিনদিনের সরকারি ছুটি, মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা এবং প্রতিটি মন্দিরে সরকারি খরচে সিসি টিভি ক্যামেরা স্থাপনের দাবীতে মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট নোয়াখালী শাখা। শুক্রবার বেলা সাড়ে ১১ থেকে ১২টা পর্যন্ত আধাঘণ্টা ব্যাপী সেনবাগ থানা মোড়ে ওই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন-জাতীয় হিন্দু মহাজোটের সাংগঠনিক সম্পাদক সঞ্জয় সাহা রুবেল। এসময় উপস্থিত ছিলেন-সেনবাগ উপজেলা পূজা উদযাপন কমিটির সেক্রেটারি উত্তম কুমার সাহা, সেনবাগ পৌর পূজা মন্ডপের সুমন বনিক,জাতীয় হিন্দু মহাজোটের জেলা কমিটির সদস্য প্রিতিশ চন্দ্র কর্মকার, নয়ন কর্মকার, কাকন কর্মকার, শ্যামল দাস প্রমুখ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।