ডিজার হোসেন বাদশা, পঞ্চগড় প্রতিনিধি: আসন্ন জেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে মনোনয়নপত্র জমার শেষ দিনে পঞ্চগড়ে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিতসহ ৫জন প্রার্থী ও সংরক্ষিত নারী আসনে ৫জনসহ সাধারণ সদস্য পদে ২৩জন মনোনয়নপত্র দাখিল করেছেন। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা জহুরুল ইসলাম, নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং আলমগীরের কাছে তারা মনোনয়নপত্র দাখিল করেন।
সূত্রে জানা গেছে, পঞ্চগড়-১ ও ২ আসনে সংরক্ষিত নারী পদে ৫জন ও সাধারণ সদস্য পদে ২৩ জন মনোনয়ন দাখিল করেন। নির্বাচন অফিস জানিয়েছে, আগামী ১৮ সেপ্টেম্বর পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সকালে জমা-কৃত মনোনয়ন যাচাই বাছাই হবে। এবং আগামী ১৭ অক্টোবর নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত ইভিএমের মাধ্যমে পঞ্চগড়ের দুটি আসনে ৫টি ভোট কেন্দ্রে পঞ্চগড়ে জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।