All Menu

চুয়াডাঙ্গা জেলা পরিষদের ডাকবাংলো থেকে বিআরটিএ পরিদর্শকের মরদেহ উদ্ধার

সনজিত কর্মকার, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চুয়াডাঙ্গায় জেলা পরিষদের ডাকবাংলোর একটি কক্ষ থেকে সাইফুল্লাহ বাহার (৪০) নামে এক বিআরটিএ পরিদর্শকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুর দেড়টার দিকে ডাকবাংলোর ‘কপোতাক্ষ’ কক্ষের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সাইফুল্লাহ বাহারের বাড়ি মানিকগঞ্জ জেলার পূর্ব ভাকুম গ্রামে। চুয়াডাঙ্গা সদর থানা অফিসার ইনচার্জ মাহব্বুর রহমান কাজল জানান, রবিবার সকালে সহকর্মীদের কাছে শারীরিক অসুস্থতার কথা বলে অফিস থেকে নিজ কক্ষে চলে আসেন তিনি। সোমবার নির্ধারিত সময়ে অফিসে না যাওয়ায় তাকে একাধিকবার ফোনে কল দেন সহকর্মীরা। কক্ষের সামনে গিয়ে ডাকাডাকি করেও কোনও সাড়া না পাওয়ায় বিষয়টি পুলিশকে জানান তারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কক্ষের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি আরও বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। নিহতের শারীরিক অবস্থা ও ঘটনাস্থলের পারিপার্শ্বিক পরিস্থিতি দেখে ধারণা করা হচ্ছে, মস্তিষ্কে রক্তক্ষরণ-জনিত কারণে তার মৃত্যু হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের পর মৃত্যুর আসল কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। দুপুরেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান ও পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top