মোঃ আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন:চাঁপাইনবাবগঞ্জের মহারাজপুর ইউনিয়নের মহারাজপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী পালন করেছে মহারাজপুর ব্লাড ফাউন্ডেশন। রবিবার সকালে উদ্বোধনী অনুষ্ঠানে মহারাজপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আল অহিদ নবারনের সভাপতিত্বে অতিথি ছিলেন মহারাজপুর ইউনিয়নের চেয়ারম্যান নাহিদ ইসলাম রাজন, আহাসানুল হক রনি।
রক্ত দানে সবার আগ্রহ বাড়াতে ও ইউনিয়নের অধিকাংশ নাগরিকের রক্তের গ্রুপের ডাটাবেজ তৈরির লক্ষ্যে এ কর্মসূচী বলে জানিয়েছেন মহারাজপুর ব্লাড ফাউন্ডেশনের সংগঠকরা।
মহারাজপুর ব্লাড ফাউন্ডেশনের সংগঠক, মাসুম আলী ও হারুনুর রশিদ জানান, ‘যদি হই রক্তদাতা জয় করব মানবতা স্লোগানে ফেসবুক গ্রুপের মাধ্যমে তাদের যাত্রা শুরু, রক্তদাতাদের একটি ডাটাবেজ তৈরি ও প্রয়োজনে একে অন্যের সাথে যোগাযোগ স্থাপন করিয়ে দিতেই রক্তের গ্রুপ নির্ণয়ের এ কর্মসূচী হাতে নেয়া। আগামীতেও এ ধরনেই কার্যক্রম আমরা অব্যাহত রাখব, যাতে অন্তত সবাই নিজের রক্তের গ্রুপ নিজে জানে ও প্রয়োজনে অন্যকে রক্ত দিতেও পারে।
রবিবার দিনব্যাপী আয়োজনে বিনামূল্যে প্রায় ৮০০ অধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় ও তাদের তথ্য সংরক্ষণ করে সংগঠনটির কর্মীরা। সকাল ৯টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত এ কর্মসূচীতে মহারাজপুর ব্লাড ফাউন্ডেশনের মোহাম্মদ সিহাব আলী, আবু সালেক, মোহাম্মদ নাঈম ইসলাম, মোহাম্মদ আল আমিনসহ ২০ জন সদস্য দায়িত্বপালন করেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।