All Menu

চুয়াডাঙ্গায় গুজব প্রতিরোধে করণীয় শীর্ষক মতবিনিময় সভা

সনজিত কর্মকার, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চুয়াডাঙ্গায় গুজব প্রতিরোধে করণীয় শীর্ষক সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম খান। অতিথি ছিলেন পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাজিয়া আফরিন, চুয়াডাঙ্গা-৬ বিজিবির উপ-অধিনায়ক মেজর মাহবুবুর রহমান , চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল আমিন ও সাধারণ সম্পাদক রাজীব হাসান কচি। সভায় জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার ২০ জন সাংবাদিক উপস্থিত ছিলেন। সভায় গুজব প্রতিরোধে জেলার ফেসবুক ও ইউটিউব মনিটরিংসহ সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান জেলা প্রশাসক। এছাড়া গুজব প্রতিরোধে মূল ধারার গণমাধ্যম-কর্মীরা এসময় নানা দিক তুলে ধরেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top