ডিজার হোসেন বাদশা, পঞ্চগড় জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: পঞ্চগড় সদর উপজেলায় পুকুরের পানিতে পড়ে লুৎফা বেগম (৪০) নামে এক স্বামী পরিত্যক্ত নারীর মৃত্যু হয়েছে। সোমবার (৫ সেপ্টেম্বর) বিকেলে পঞ্চগড় সদরের হাড়িভাসা ইউনিয়নের ঝুলিপাড়া গ্রামে বাড়ির পাশ থেকে উদ্ধার করা হয়। জানা যায়, স্বামীর মৃত্যুর পর থেকে সে ঝুলিপাড়ায় বাবা নওফেল ইসলামের বাড়িতে থাকতো। স্থানীয়রা জানায়, দুপুরে ১২টার পর বাড়ি থেকে নিখোঁজ ছিল স্বামী পরিত্যক্ত লুৎফা বেগম। দুপুরে বাড়িতে খাবার খেতে না আসায় বাড়ির লোকেরা খোঁজাখুঁজি করে। এক পর্যায়ে তাকে দুপুরের পর বাড়ির পাশে থাকা পুকুরের পানিতে ভাসতে দেখে। স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করে বাড়িতে নেয় পরিবারের সদস্যরা। এদিকে বিষয়টি থানা পুলিশকেও অবহিত করা হয়। পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা ওই নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, পারিবারিক ভাবে জানা গেছে সে শারীরিক ভাবে মৃগী রোগে আক্রান্ত ছিলো।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।