ডিজার হোসেন বাদশা, পঞ্চগড় জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: পঞ্চগড়ে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মাহাফিজুর রহমান (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে জেলার বোদা উপজেলার ময়দান-দিঘী ইউনিয়নের প্রধান পাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। জানা যায়, নিহত শিশু মাহাফিজুর একই এলাকার রহিদুল ইসলামের ছেলে। পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, শিশু মাহাফুজুর দুপুরে বাড়ির পাশে উঠানে খেলা করছিলো। খেলার একসময় বাড়ির সবার অজান্তে পাশে থাকা পুকুরে পড়ে যায়। বেশ কিছুসময় পর পরিবারের লোকেরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করলে এক পর্যায়ে পুকুরের পানিতে তাকে ভাসতে দেখে। সেখান থেকে তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্ব-রত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মোহাম্মদ মামুনুর রশিদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।