ডিজার হোসেন বাদশা, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিজ ক্ষেতে কাজ করতে গিয়ে সাপের কামড়ে আব্দুল জলিল (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের ফুটকীপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। জানা যায়, নিহত আব্দুল জলিল ওই এলাকার মধু ফকিরের ছেলে। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে জলিল মাঠের নিজ লাউ ক্ষেতে কাজ করতে যায়। এসময় অসাবধানবসত একটি সাপ তাঁর পায়ে কামড় দেয়। বিষয়টি বুঝতে পেরে সে দ্রুত বাড়ি গিয়ে পায়ের হাঁটুতে শক্ত করে একটি রশি দিয়ে বাঁধন দেয়। স্থানীয় ওঝাঁ দিয়ে সাপের ব্যথা নামানোর জন্য ঝাঁড়ফুক করতে থাকে। পরে তার পায়ের বাঁধন খুলে দিয়ে শরীরে বিষক্রিয়া শুরু হয়। দুপুরে তাকে পরিবারের লোকেরা উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাতে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা সাপের কামড়ে নিহতের বিষয়টি নিশ্চিত করেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।