মোঃ আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন:জেলা হাসপাতালের হোমিওচিকিৎসক ও কর্মচারীরা কর্মবিরতি কর্মসূচী পালন করেছে। বৃহস্পতিবার সকাল থেকে রোগীদের চিকিৎসা বন্ধ রাখাসহ সকল কার্যক্রম বন্ধ রাখে জেলা হাসপাতালের হোমিও বিভাগ। নারায়ণগঞ্জের রূপগঞ্জের বি.এইচ.এম.এস ডাক্তার আজিজুর রহমান সুজন’কে ডাক্তার লেখার কারণে র্যাব কর্তৃক হয়রানীর প্রতিবাদে এই কর্মবিরতি কর্মসূচী পালিত হচ্ছে। চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা জেলা হাসপাতালের হোমিও মেডিক্যাল অফিসার ডাক্তার সবুজ আল-মামুনের নেতৃত্বে এই প্রতিবাদ কর্মসূচী পালন করা হয়। এসময় জেলা হাসপাতালের হোমিও ডাক্তার ও কর্মচারীরা সকল কার্যক্রম বন্ধ রেখে প্রতিবাদ জানায়। এতে দূর্ভোগে পড়ে জেলা হাসপাতালে হোমিও চিকিৎসা নিতে আসা রোগীরা। জেলা হাসপাতালের হোমিও মেডিক্যাল অফিসার ডাক্তার সবুজ আল-মামুন জানান, বি.এইচ.এম.এস ডিগ্রীধারীরা প্রত্যেকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা চিকিৎসক এবং ডিজি হেলথ থেকে প্রাকটিশনার সনদ-প্রাপ্ত। তারপরও এমন হয়রানীর প্রতিবাদেই এই কর্মসূচী পালন করা হচ্ছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।