ডিজার হোসেন বাদশা, পঞ্চগড় জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় দুই সীমান্ত এলাকা থেকে পৃথক ভাবে তিনটি করে মোট ৬টি পরিত্যক্ত মোটরসাইকেল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৬ ও ১৮- বিজিবি)। বুধবার (২৪ আগস্ট) রাতে তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন। ওসি আবু সাঈদ জানান, মঙ্গলবার (২৩ আগস্ট) দিনগত গভীর রাতে তেঁতুলিয়া উপজেলার দেবনগর ইউনিয়নের শুকানি সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থা তিনটি মোটরসাইকেল পড়ে থাকতে দেখে উদ্ধার করে ডিউটি-রত বর্ডার গার্ড বাংলাদেশের (৫৬ বিজিবি) সদস্যরা। রাতেই মোটরসাইকেলগুলো ক্যাম্পে নিয়ে তাদের প্রসেস শেষে বুধবার (২৪ আগস্ট) দুপুরে তেঁতুলিয়া মডেল থানায় হস্তান্তর করে। এ বিষয়ে আদালতকে অবগত করার জন্য আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। উদ্ধার করা মোটরসাইকেল গুলোর মধ্যে একটি টিভিএস এপাচি ও দুটি আর টি আর। আরও জানা গেছে, চলতি আগস্ট মাসে তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের ভুতিপুকুর সীমান্ত এলাকা থেকে আরও তিনটি মোটরসাইকেল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে বর্ডার গার্ড বাংলাদেশের (১৮ বিজিবি) সদস্যরা। উদ্ধারের পর তাদের প্রসেস শেষে সেগুলোও থানায় হস্তান্তর করলে আদালতকে অবগত করে মামলা দায়ের করা হয়। মামলা দায়েরের পর বিষয়টি তদন্ত করে দেখছে ১৮ বিজিবি। এদিকে খবর নিয়ে জানা গেছে, ভুতিপুকুর সীমান্ত এলাকা থেকে তিনটি মোটরসাইকেলের আদালতে মালিকানা দাবী করতে গিয়ে আমির, সাদ্দাম ও নাজিম নামে তিন জনকে আটক করে জেল হাজতে প্রেরণ করেছে আদালত।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।