All Menu

ঠাকুরগাঁওয়ে নলকূপ স্থাপন প্রকল্পের কাজ পরিদর্শন

বিধান দাস, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ঠাকুরগাঁও সদর উপজেলার ঢোলারহাট ইউনিয়নে ভূমি হস্তান্তরের ১% বরাদ্দ হতে প্রাপ্ত অর্থ হতে নলকূপ স্থাপন প্রকল্প কাজ পরিদর্শন করেছেন ২১নং ঢোলারহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অখিল চন্দ্র রায়। মঙ্গলবার (২৩ আগস্ট) বিকেলে ঢোলারহাট ইউনিয়নের মাধবপুর শিব মন্দির, মোলানীপাড়া, মাধবপুর ঈদগাঁ মাঠ ও কবরস্থানে স্থাপিত নলকূপগুলো পরিদর্শন করেন তিনি। এসময় পরিষদের প্যানেল মেয়র-২ ও ১নং ওয়ার্ড সদস্য মোঃ শাহজাহান আলী, সহকারী সচিব কাম কম্পিউটার অপারেটরসহ পরিষদের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। নলকূপ স্থাপন প্রকল্প কাজ পরিদর্শন-কালে তিনি গণমাধ্যমকে জানান, ঢোলারহাট ইউনিয়নে ভূমি হস্তান্তরের ১% বরাদ্দ হতে প্রাপ্ত অর্থ হতে ইউনিয়নের বিভিন্ন স্থানে জনগণের ব্যবহার্যে ১৬টি নলকূপ স্থাপন করা হবে। এতে করে কিছুটা হলেও ইউনিয়ন-বাসির বিশুদ্ধ পানির অভাব মিটবে। এদিকে ইউপি সদস্যদের অনাস্থার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটি আসলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। তবে ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আ’লীগের প্রেসিডিয়াম সদস্য তথা অত্র এলাকার গুরুজন রমেশ চন্দ্র সেন এমপি মহোদয়ের হস্তক্ষেপে তা ইতিমধ্যে নিরসন হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top