All Menu

শিশু আম্বিয়ার চিকিৎসার দায়িত্ব নিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়

মোঃ আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে হাইড্রোসেফালাস (মস্তিষ্কে অতিরিক্ত পানি) আক্রান্ত শিশু আম্বিয়ার চিকিৎসার দায়িত্ব নিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব জাহাঙ্গীর আলম। সোমবার (২২ অগাস্ট) বিকেলে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক উম্মে কুলসুম উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের গোপালনগরে তাদের বাড়িতে গিয়ে আম্বিয়ার বাবা আজিজুল হক-কে এ তথ্যটি নিশ্চিত করেছেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম, সাবেক কাউন্সিলর আশরাফুল ইসলাম, ইউপি সদস্য বশির আহমেদ প্রমুখ। উল্লেখ্য,রবিবার রাতে স্থানীয় সাংবাদিক আব্দুল বাশির সোশাল মিডিয়া (ফেসবুকে) শিশু আম্বিয়ার চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা চেয়ে একটি পোষ্ট দিলে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব জাহাঙ্গীর আলম এর নজরে আসে। সোমবার দুপুরে সচিবের পিএস গোলাম কিবরিয়া তাকে ফোন করে তথ্যটি নিশ্চিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top