All Menu

বীর মুক্তিযোদ্ধা শওকত আলী, বীর বিক্রমের মৃত্যুতে নৌপরিবহন প্রতিমন্ত্রীর শোক

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সংগৃহীত চিত্র।

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: কুড়িগ্রামের বীর মুক্তিযোদ্ধা শওকত আলী, বীর বিক্রমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
সোমবার এক শোকবার্তায় প্রতিমন্ত্রী জানান, বীর মুক্তিযোদ্ধা শওকত আলী চিলমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং উপজেলা চেয়ারম্যান ছিলেন। মহান মুক্তিযুদ্ধের সময় শওকত আলী একজন শিক্ষার্থী হিসেবে মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ নেন এবং ১১ নম্বর সেক্টরের অধীনে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য তিনি বীর বিক্রম খেতাবে ভূষিত হন। শওকত আলী আমৃত্যু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ লালন করে প্রান্তিক পর্যায়ে কাজ করেছেন। তাঁর মৃত্যুতে দেশ একজন দেশপ্রেমিক মানুষকে হারালো। প্রতিমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top