মশাহিদ আহমদ, মৌলভীবাজার জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: রাজনগরে শ্রী শ্রী বিষ্ণুপদ ধাম তারাপাশা, রাজনগর এর নতুন পরিচালনা পরিষদ কমিটি গঠনের লক্ষ্যে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার শ্রী শ্রী বিষ্ণুপদ ধাম এ রাজনগর উপজেলা নির্বাহী অফিসার ও শ্রী শ্রী বিষ্ণুপদ ধাম এডহক কমিটির আহবায়ক প্রিয়াঙ্কা পাল এর সভাপতিত্বে আয়োজিত সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংসদ সদস্য ২৩৭, মৌলভীবাজার-৩ নেছার আহমদ । বিশেষ অতিথি হিসাবে ছিলেন- মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোঃ জাকারিয়া, মনসুননগর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মিলন বখত, ৭নং কামারচাক ইউনিয়ন পরিষদ এর জন-নন্দিত চেয়ারম্যান মোঃ আতাউর রহমান প্রমুখ। সভায় নেপাল দত্ত সভাপতি ও রুদ্রজিত দে‘কে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন- সহ-সভাপতি অজিত কুমার দাশ, ক্ষিতিশ চন্দ্র দে, প্রদ্যুন্ন মিত্র, ধীরাজ দে, সহ-সাধারণ সম্পাদক কিশোর কান্তি ভট্টাচার্য, স্বপন কুমার ধর, স্বর্ণা হালদার, কোষাধ্যক্ষ নিহির চন্দ্র দেব (ভুপাল), সাংগঠনিক সম্পাদক নিতাই মিত্র,সহ-সাংগঠনিক অমৃত লাল দে, দপ্তর সম্পাদক অমিয় ভুষন নাগ (অপু), সহ-দপ্তর সম্পাদক মীশু দেব, প্রচার সম্পাদক রতন লাল দে, সাংস্কৃতিক সম্পাদক রণজিৎ দাশ,সহ- সাংস্কৃতিক তপন দে, সদস্য- ক্ষিতিশ চন্দ্র দে, প্রদ্যুৎ দে গৌরাঙ্গ, শ্রীবাস দে, শ্রীপদ দে, জয়ন্ত দে, বিকাশ মিত্র, সুভাষ দে, জগদীশ দত্ত, অনিল মালাকার, লিটন দেব, আশীষ সেন, অসীম দে, উত্তম দাশ ও পাপ্পু কর।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।