মশাহিদ আহমদ, মৌলভীবাজার জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: তরুণ সংবাদকর্মীদের সংগঠন “ক্যাম্পেইন ফর মিডিয়া ফ্রিডম” (সিএমএফ) কমিটি গঠন করা হয়েছে। শনিবার প্রধান নির্বাচন কমিশনার আহমেদ বখত চৌধুরী ও নির্বাচন কমিশনার মুনজের আহমেদ চৌধুরীর স্বাক্ষরিত প্যাডে দৈনিক যুগান্তরের মৌলভীবাজার প্রতিনিধি হোসাইন আহমদকে সভাপতি ও দৈনিক যায়যায়দিনের রাজনগর প্রতিনিধি মোঃ ফরহাদ হোসেনকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি আশরাফ আলী (সিলেট মিরর), এ জে লাভলু(আজকের পত্রিকা), সহ-সাধারণ সম্পাদক আহমদ উর রহমান ইমরান(ভোরের ডাক), এম এ কাইয়ুম, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক নাঈম (ঢাকা পোস্ট), দপ্তর সম্পাদক কামরান আহমদ (জাগ্রত সিলেট), প্রচার সম্পাদক মোহাম্মদ মুবিন খান (এশিয়াবিডি২৪), অর্থ সম্পাদক মাছু বখস মাহি(ঢাকা রিপোর্ট২৪), ক্রীড়া সম্পাদক রিপন আহমদ (বাংলাদেশ সমাচার), সমাজ কল্যাণ সম্পাদক সাইফুল্লাহ হাসান (আমিরাত সংবাদ), তথ্য ও প্রযুক্তি সম্পাদক কে বি খান বিজয় (সাইবার সেফটি ফার্স্ট বাংলাদেশ), আন্তর্জাতিক সম্পাদক মোঃ হাসান আহমদ (মৌলভীবাজার প্রতিদিন), সদস্য তানবীর আঞ্জুম আরিফ (আনন্দ বাজার), আলিম আল মুনিম (জাগ্রত সিলেট), শুভ গোয়ালা (সংবাদ সারাবেলা), তারেকুল ইসলাম পাটুয়ারী (মৌলভীবাজার সমাচার), মোঃ ফাহাদ আবির, (ফটো সাংবাদিক, আল-জাজিরা চ্যানেল নেটওয়ার্ক, দোহা কাতার), সাজন আহমেদ (ঢাকা রিপোর্ট২৪), মারজান আহমদ (সিলেট বিডিনিউজ ২৪ লাইভ)।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।