All Menu

আব্দুল বাছিত খানকে হত্যার চেষ্টার প্রতিবাদে শেরপুর প্রেসক্লাব এর মানববন্ধন

মশাহিদ আহমদ, মৌলভীবাজার জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: সাংবাদিক আব্দুল বাছিত খানকে পূর্ব পরিকল্পিত ভাবে প্রাণে হত্যার চেষ্টা ও রক্তাক্ত জখম করার প্রতিবাদে মৌলভীবাজার জেলার শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চল ‘শেরপুর প্রেসক্লাব’ এর আয়োজনে শেরপুর মুক্তিযোদ্ধা চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ আগস্ট) বিকালে শেরপুর প্রেসক্লাবের সভাপতি শিহাবুর রহমান এর সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন, শেরপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক আমিরুল ইসলাম সাহেদ, সহ-সভাপতি আব্দুস সামাদ আজাদ,সহ-সভাপতি কাঞ্চন ভৌমিক, যুগ্ম সাধারন সম্পাদক শেখ সাহেদ মিয়া, জেএল অনলাইন মিডিয়ার মিডিয়ার এডমিন জাকির আহমেদ খান, প্রচার সম্পাদক রিপন মিয়া, দপ্তর সম্পাদক আবুল হোসেন সাজু, সিলেটি অনলাইনের এডমিন শেখ জুয়েল আহমেদ ও জাকির হোসেন প্রমুখ। উল্লেখ্য কমলগঞ্জে উবাহাটা নামক স্থানে দিনে দুপুরে রামদা দিয়ে কুপিয়ে ডান হাত,মাথায় মারাত্মক জখম করে, বর্তমানে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top