ডিজার হোসেন বাদশা, পঞ্চগড় জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: শ্রীকৃষ্ণের জন্মতিথি শুভ জন্মাষ্টমী উপলক্ষে দেশের একমাত্র চতুদের্শীয় স্থলবন্দর পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে সকল ধরণের পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম একদিন বন্ধ রয়েছে। বৃহস্পতিবার (১৮ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানি গ্রুপের সাধারণ সম্পাদক কুদরত-ই- খুদা মিলন। তবে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্ট-ধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে বলে জানা যায়। সাধারণ সম্পাদক মিলন বলেন, হিন্দু পুরাণ মতে ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টম তিথিতে শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন। সনাতন ধর্মাবলম্বীদের মহাবতার শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে বাংলাবান্ধা কাস্টমসের সকল বিভাগ বন্ধ। এ কারণে উভয় দেশের সমন্বয়ে বন্দর দিয়ে চার দেশের মাঝে পণ্য আমদানি রপ্তানি বাণিজ্য কার্যক্রম আজ বৃহস্পতিবার (১৮ আগস্ট) বন্ধ রয়েছে। আগামী শনিবার (২০ আগস্ট) সকাল থেকে বন্দরের কার্যক্রম পুনরায় স্বাভাবিক ভাবে শুরু হবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।