All Menu

ঠাকুরগাঁওয়ে দলিত ও আদিবাসীদের সাথে সংবাদকর্মীদের মতবিনিময় সভা

বিধান দাস, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন দলিত আদিবাসীদের সাথে ঠাকুরগাঁওয়ে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি সংস্থা ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)’র আয়োজনে এবং হেকস্ ইপারের সহযোগিতায় বুধবার বিকেলে শহরের গোবিন্দনগরের ইএসডিও প্রেমদীপ কার্যালয়ে এ সভাটি অনুষ্ঠিত হয়। ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি মনসুর আলীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন প্রেমদীপ প্রকল্পের এডভোকেসি অফিসার সুজন খান, টেকনিক্যাল ম্যানেজার (টিভেট এন্ড ইয়ুথ ডেভেলপমেন্ট) মোঃ শাহিন, প্রকল্পের সদর উপজেলা ম্যানেজার ওয়ালিউর রহমান, সাংবাদিক রেজওয়ানুল হক রেজু প্রমুখ। সভায় জেলার বিভিন্ন এলাকায় অবস্থানরত আদিবাসী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষে এবং তাদের জীবনযাত্রার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top