ইয়াকুব নবী ইমন, নোয়াখালী জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নোয়াখালীর সোনাইমুড়ীতে ১৫ আগস্ট উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, পরিবারের সদস্য ও সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া, মিলাদ মাহফিল ও তবারক বিতরণ করা হয়েছে। সন্ধ্যায় উপজেলার জয়াগ ইউনিয়নের জুনদপুর কেন্দ্রীয় জামে মসজিদে ৭নং ওয়ার্ড আওয়ামীলীগ এই দোয়া, মিলাদ ও তবারক বিতরণের আয়োজন করে। এ সময় জয়াগ ইউনিয়নের চেয়ারম্যান শওকত আকবর পলাশ, ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান আবু, আওয়ামী লীগের নেতা বদিউল আলম বাদল, আবুল কালাম আজাদ, যুবলীগ নেতা শাকিলসহ অনেকে উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।