মোঃ আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন:চাঁপাইনবাবগঞ্জে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এঁর ৯২তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর্থিক তহবিল থেকে বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ১৫ ব্যক্তির সুচিকিৎসার জন্য ৭ লাখ টাকার অনুদানের চেক তুলে দেয়া হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০ টায় জেলা শহরের জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এসব অনুদানের চেক উপকারভোগীদের হাতে তুলে দেন চাঁপাইনবাবগঞ্জ জেলার সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসী। এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ রুহুল আমিন, কৃষিবিদ ড. সাইফুল ইসলাম, সদর উপজেলা আ.লীগের সভাপতি মোঃ আজিজুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ পৌর আ’লীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল জলিল, সাধারণ সম্পাদক কৃষিবিদ মোঃ রোকনউজ্জামান, সদর উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক মেসবাহুল জাকের, জেলা যুব মহিলা লীগের সভাপতি আলহাজ এ্যাড. ইয়াসমীন সুলতানা রুমা, সাধারণ সম্পাদক শান্তনা হক শান্তাসহ বিভিন্ন স্তরের আওয়ামী লীগ নেতৃবৃন্দ। শেষে বঙ্গবন্ধু ও তাঁর সহধর্মিণীসহ পরিবারের অন্যান্য সদস্যদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।