হেলালী ফেরদৌসি, ঝিনাইদহ জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে পরিষদের কনফারেন্স রুমে আয়োজিত সভাতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গির সিদ্দিকী ঠান্ডু। উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিনের সভাপতিত্বে সভাতে আরো উপস্থিত ছিলেন, কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ, কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ আব্দুর রহিম মোল্লা, বারবাজার হাইওয়ে থানার অফিসার্স ইনচার্জ (ভারপ্রাপ্ত) মোঃ কামরুজ্জামান, কালীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী ও মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ পারভিন, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন, কালীগঞ্জ ফায়ার সার্ভিস কর্মকর্তা মামুনুর রশিদসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ। সভাতে বর্তমানে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক উল্লেখ করে বক্তা-গন বলেন, শহরের কিছু এলাকায় মোটরসাইকেল ও ইজি-বাইক চুরির প্রবণতা দেখা দিয়েছে। এসব প্রতিরোধে কালীগঞ্জ থানার ওসিকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।