All Menu

নোয়াখালীর অধিকাংশ পাম্পে জ্বালানি বিক্রি বন্ধ

ইয়াকুব নবী ইমন, নোয়াখালী জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: শুক্রবার রাত ১২ টা থেকে জ্বালানি তেলের দাম বৃদ্ধি কার্যকর হবার খবর নোয়াখালীতে জ্বালানি সংগ্রহের জন্য রীতিমত প্রতিযোগিতা শুরু হয়েছে। এদিকে রাত ১০ টার পর থেকেই জেলার অধিকাংশ পেট্রোল পাম্প জ্বালানি তেল বিক্রি বন্ধ করে দেয়। এ সময় ভারি যানবাহনসহ বিভিন্ন বাইকাররা শহরের বিভিন্ন ফিলিং স্টেশন ঘুরে তেল না পেয়ে ভোগান্তির শিকার হয়। পরে বিক্ষুব্ধ গ্রাহকরা মেসার্স এ এস এম জহিরুল ইসলাম ফিলিং স্টেশনে সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করলে তারা জ্বালানি বিক্রি করতে বাধ্য হয়। কিন্তু গ্রাহকের চাহিদা অনুযায়ী তেল দিতে পারেনি তারা। জ্বালানির দাম বৃদ্ধির খবরে সদর উপজেলার ও বেগমগঞ্জ উপজেলার বেশির ভাগ ফিলিং স্টেশন আগে থেকেই বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। একাধিক গ্রাহক জানান, হঠাৎ করে এভাবে জ্বালানির দাম বাড়ানো মোটেই উচিৎ হয়নি সরকারের। আগে আলাপ আলোচনা করে এই সিদ্ধান্ত নেয়া দরকার ছিলো। তাছাড়া জ্বালানি তেলের দাম বাড়ায় অন্যান্য সেক্টরেও এর প্রভাব পড়বে। এমনিতে দেশের বাজারে অস্থিরতা বিরাজ করছে। তবে এ ব্যাপারে নোয়াখালীর কোন পেট্রল পাম্প মালিক কথা বলতে রাজি হননি। শনিবার দুপুরে এ বিষয়ে নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান জানান, বিনা কারণে কোন পেট্রোল পাম্প বন্ধ রাখলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তিনি সরকারী নির্দেশনা মানার জন্য সবার প্রতি আহবান জানান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top