হেলালী ফেরদৌসি, ঝিনাইদহ জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সনদ ও স্মার্ট-কার্ড বিতরণ করেছে উপজেলা প্রশাসন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীর মুক্তিযোদ্ধা ও তাদের স্বজনদের হাতে সনদ ও স্মার্ট-কার্ড তুলে দেন ঝিনাইদহ-১ (ঝিনাইদহ-শৈলকুপা) আসনের সংসদ সদস্য ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সনদ বিতরণ করা হয়। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক জেলা কমান্ডার মোঃ মকবুল হোসেন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান এম.আব্দুল হাকিম আহমেদ,ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান নিলুফা ইয়াসমিন ও শৈলকুপা উপজেলা কৃষকলীগের সভাপতি ও উপজেলা ভাইস-চেয়ারম্যান জাহিদুন্নবি কালু প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মুক্তিযুদ্ধ সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মনোয়ার হোসেন মালিতা। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রেরিত মোট ৭৫১জন বীর মুক্তিযোদ্ধাকে ডিজিটাল সনদ স্মার্ট-কার্ড বিতরণ করা হয়। এ স্মার্ট-কার্ডের মাধ্যমে বীর মুক্তিযোদ্ধারা সব ধরনের সরকারি সুযোগ-সুবিধা ভোগ করতে পারবেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।