All Menu

গরু চরানোর সময় বজ্রপাতে দুইটি গরুসহ কিশোরের মৃত্যু

আলহাজ্ব মোঃ সামসুর রহমান চৌধুরী (বুলবুল চৌধুরী), নওগাঁ জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন:নওগাঁর পত্নীতলায় বজ্রপাতে এক কিশোরসহ দুইটি গরুর মৃত্যু হয়েছে। মৃত কিশোর উপজেলার কৃষ্ণপুর ইউপির চকগোবিন্দ গ্রামের এছার আলীর দ্বিতীয় সন্তান মাহাবুব হোসেন মিরাপুর নামক স্থানে গরু চরাতে গিয়ে বজ্রপাতে মর্মান্তিক মৃত্যু হয়। জানা গেছে, বুধবার বেলা আড়াইটার দিকে মৃত মাহাবুব গরু চরানোর সময় বজ্রপাতে দুইটি গরু সহ সে বজ্রপাতে মারা যায়। তার অকাল মৃত্যুতে আত্মীয় স্বজন ও গ্রামবাসীদের মধ্যে শোকের ছায়া বিরাজ করছে। বিষয়টি কৃষ্ণপুর ইউপির চেয়ারম্যান নজরুল ইসলাম ও পত্নীতলা থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ্ নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top