All Menu

ভালুকায় জলাশয় থেকে কিশোরের লাশ উদ্ধার

ময়মনসিংহ ব্যুরো, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ময়মনসিংহের ভালুকায় একটি জলাশয় থেকে ভাসমান অবস্থায় মিনহাজ (১৩) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। মিনহাজ উপজেলার দক্ষিণ ধীতপুর রাজশাহীপাড়ার মৃত হাবুল মিয়ার ছেলে।
বুধবার (০৩ আগস্ট) দুপুরে ভালুকা উপজেলার বাওয়ারমোড় জলাশয় থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করে পুলিশ। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মিনহাজ মঙ্গলবার বিকেল থেকে নিখোঁজ ছিলো। বুধবার দুপুরে উপজেলার বাওয়ারমোড় বিলে ভাসমান অবস্থায় একটি লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে বিল থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। লাশটির সারা শরীর সাদা রংয়ের কাপড়ে ঢাকা, নিচে কালো চেক শার্ট ও লুঙ্গি এবং উপুড় অবস্থায় ভাসছিলো । ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা না অন্য কোনো কারণে ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top