মোঃ আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জে মানসিক স্বাস্থ্য বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর পৌনে ১২টায় জেলা শহরের অভিজাত হোটেলে এনসিডিসি’র উদ্যোগে ও বিশ্ব-স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় অবহিতকরণ সভা সিভিল সার্জন ডা. এস এম মাহমুদুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. সৈয়দ মাহফুজুল হক, প্রোগ্রাম ম্যানেজার ডা. শহিদুল ইসলাম, জেলা বিএমএ’র সভাপতি ডা. দুররুল হোদা, সাধারণ সম্পাদক ডা. গোলাম রাব্বানী প্রমুখ। বক্তারা বলেন, দিন দিন মানসিক রোগীর সংখ্যা বাড়ছে। আর মানসিক রোগ বিশেষজ্ঞ রয়েছেন মাত্র ৩০০ জন। মানসিক স্বাস্থ্য বিষয়ে অন্য জনবলও অপ্রতুল। সরকারি-বেসরকারি পর্যায়ে মানসিক স্বাস্থ্য বিষয়টি এখন পর্যন্ত অবহেলিত। তাই মানসিক স্বাস্থ্যের বিষয়টিকে গুরুত্ব দেওয়ার জন্য সরকারের নজর বাড়ানো প্রয়োজন হয়ে পড়েছে। দক্ষ জনবল বাড়ানোর পাশাপাশি অবকাঠামো নির্মাণ, সমন্বিত চিকিৎসা পদ্ধতি গড়ে তোলা এবং প্রতিটি হাসপাতালে মানসিক স্বাস্থ্যের জন্য বিশেষ ইউনিট ও শয্যার ব্যবস্থা গ্রহণ করতে হবে। মাল্টিমিডিয়ার মাধ্যমে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, জাতীয় মানসিক স্বাস্থ্য হাসপাতালের রেজিস্টার ডা. আহসান আজিজ সরকার। পরে উন্মুক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, প্রাইমারী হেলথ-কেয়ারের সাবেক পরিচালক ডা. খালেদা বেগম, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এম এ মাতিন, জেলা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. তৌহিদুল ইসলাম প্রমুখ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।