All Menu

চাঁপাইনবাবগঞ্জে যক্ষ্মা নির্মূল বিষয়ক মতবিনিময় সভা

মোঃ আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন:যক্ষ্মা নির্মূল বিষয়ক মতবিনিময় সভা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। বৃহস্পতিবার সকালে এই সভায় প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আহমেদ মাহবুব উল ইসলাম। যক্ষ্মা বিষয়ে নিয়ন্ত্রণ নানা বিষয়ে আলোকপাত করেন জাতীয় সংসদের মহিলা সংসদ সদস্য ও বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির বোর্ড সদস্য এবং পিপ ট্রাষ্টের ভাইস চেয়ারপার্সন আরমা দত্ত এমপি। ইউএসওআইডি স্টার’র সিনিয়র যক্ষ্মা বিষয়ক উপদেষ্টা ডাক্তার আজহারুল ইসলাম খান এর সঞ্চালনায় সভায় যক্ষ্মা রোগ নিয়ন্ত্রণ ও নির্মূলে করনীয় বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ এস.এম মাহমুদার রহমান, শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ও নাটাব চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি মনিম উদ দৌলা চৌধুরী, রাজশাহী যক্ষ্মা হাসপাতালের চিকিৎসক ডাঃ সাইফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক শহীদুল হুদা অলক, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রঞ্জুসহ অন্যরা। সভায় শিশুদের যক্ষ্মা পরীক্ষা ও নিয়ন্ত্রণ এবং জেলার যক্ষ্মা রোগী নির্ণয় ও চিকিৎসা বিষয়ে গুরুত্বারোপ করেন বক্তারা। উল্লেখ্য, প্রতিদিনই দেশে যক্ষ্মায় ১২১ জন মারা যাচ্ছে এবং চাঁপাইনবাবগঞ্জ জেলায় মোট যক্ষ্মা রোগী ৪৩৫৬ এবং বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ৭৬৩জন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top