মোঃ আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন:আদিবাসী সাঁওতাল মহিলা দ্রৌপদী মুরমু ভারতের প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তাঁকে অভিনন্দন জানিয়ে চাঁপাইনবাবগঞ্জে আনন্দ শোভাযাত্রা করেছে আদিবাসী সম্প্রদায়। মঙ্গলবার বেলা ১১টায় আদিবাসী সম্প্রদায়ের নারী-পুরুষ বর্ণিল সাজে সেজে চাঁপাইনবাবগঞ্জ শহরের ফায়ারসার্ভিস মোড়ে জমায়েত হয়ে আনন্দ শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আদিবাসী নৃত্য ও সমাবেশে আয়োজন করে। এসময় বক্তব্য রাখেন, প্রভাত টুডু, কর্ণেলিউস মুর্মু, রুমালী হাসদা প্রমুখ। এ সময় বক্তাগণ, আদিবাসী সাঁওতাল মহিলা দ্রৌপদি মুরমুকে অভিনন্দন জানিয়ে আদিবাসী সম্প্রদায়কে বিশ্বে তুলে ধারার জন্য আহবান জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।