All Menu

ময়মনসিংহে যুবলীগ কর্মী হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

ময়মনসিংহ ব্যুরো, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ময়মনসিংহ মহানগরীর শহীদ ফিরোজ জাহাঙ্গীর চত্বরে নগরীর কৃষ্টপুর এলাকাবাসীর আয়োজনে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মোঃ আবির (১৮) নামে এক যুবলীগ কর্মী হত্যার ঘটনায় আসামীদের দ্রুত গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবিতে মানববন্ধন করা হয়েছে। সোমবার (২৫ জুলাই) দুপুরে মহানগরীর শহীদ ফিরোজ জাহাঙ্গীর চত্বরে কৃষ্টপুর এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় আবির হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার পূর্বক ফাঁসির দাবি করে বক্তব্য দেন- নিহতের বাবা আবুল কালাম, মা পান্না বেগম, বড় বোন রিতু আক্তার, নিহতের স্ত্রী আনিকা বেগম, ভাবি মনি আক্তার, ফুপু ঝর্ণা, শাশুড়ি পপি আক্তার, খালা শাশুড়ি লিপি আক্তার এবং এলাকাবাসীর পক্ষে মোঃ রাব্বি, মোঃ রমজান, মোঃ নজরুল, মোঃ নাঈমসহ প্রমুখ। মানববন্ধনে বক্তারা, আবির হত্যায় জড়িত আসামিদের দ্রুত গ্রেফতারের জোর দাবি জানান। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহবান জানিয়ে বলেন, আসামিরা প্রকাশ্যে এলাকায় ঘোরাফেরা করছে এবং বিভিন্ন হুমকি দিয়ে যাচ্ছে। প্রসঙ্গত, ২১ জুলাই বৃহস্পতিবার বিকাল সাড়ে চারটার দিকে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার নজরুল একাডেমীর ডাকবাংলোর সামনে সড়কে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হয় আবির। নিহত আবীর ময়মনসিংহ নগরীর কৃষ্টপুর ‘দিল রওশন’ জামে মসজিদ এলাকার ভাঙারি ব্যবসায়ী আবুল কালামের ছেলে এবং যুবলীগ কর্মী বলে জানান স্থানীয়রা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top