All Menu

নোয়াখালীতে অভাবের তাড়নায় ব্যবসায়ীর আত্মহত্যা

ইয়াকুব নবী ইমন, নোয়াখালী জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নোয়াখালীর চাটখিলে অভাবের তাড়নায় গলায় লুঙ্গি পেঁচিয়ে শহীদুল ইসলাম(৫৪)এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। সোমবার (২৫ জুলাই) সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। নিহত শহীদুল ইসলাম উপজেলার খিলপাড়া ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের খিরিহাটি গ্রামের রুইর বাড়ির সিরাজুল হকের ছেলে। সোমবার দুপুরে চাটখিল থানার পরিদর্শক (তদন্ত) হুময়ান কবির জানান, নিহত শহীদ বাড়ির পাশে একটি ছোট দোকান করে জীবিকা নির্বাহ করত। দীর্ঘদিন থেকে তিনি হাঁপানিসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।পাশাপাশি অভাবের কারনে তিনি ঠিক মতো সংসার চালাতে পারছিলেননা। রোগ কষ্টে অতিষ্ঠ হয়ে ও অভাবের তাড়নায় রোববার রাতে বাড়ির পাশে প্রজেক্টের পাড়ে গলায় লুঙ্গি বেঁধে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করতে পারেন বলে স্থানীয়রা আমাদের জানায়। পরিদর্শক তদন্ত আরো জানান, মৃতদেহ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ফেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় চাটখিল থানায় আপাতত অপমৃত্যু মামলা হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top