মোঃ আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের হরিনগর গ্রামের বীর-মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন মাস্টার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। শুক্রবার বিকেলে মরহুমের নামাজে জানাজা রাষ্ট্রীয় মর্যাদায় হরিনগর গোরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। জানাজায় অংশ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার তরিকুল ইসলাম মাস্টার, শিবগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) আবদুল মালেক ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মাহবুবুর রহমান মিজানসহ স্থানীয় মুসল্লি-বীর-মুক্তিযোদ্ধারা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।