All Menu

মৎস্য সপ্তাহ ২০২২ উপলক্ষে জগন্নাথপুরে সংবাদ সম্মেলন

ডাঃ নয়ন রায়, জগন্নাথপুর প্রতিনিধি, সুনামগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: “নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে ২৩-২৯ জুলাই পর্যন্ত দেশব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ জুলাই) বিকাল ৫টায় উপজেলা মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আখতারুজ্জামান মৎস্য সপ্তাহের কর্মসূচিসমূহ সাংবাদিকদের কাছে তুলে ধরেন। এসময় উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র-সহকারী রফিকুল ইসলাম সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। কর্মসূচীর মধ্যে ২৪ জুলাই উদ্বোধনী অনুষ্ঠান, র‍্যালী , আলোচনা সভা ও পোনামাছ অবমুক্ত-করন। ২৫ জুলাই মৎস্যজীবী ও মৎস্য চাষিদের সাথে মতবিনিময়। ২৬ জুলাই অবৈধ জালের বিরুদ্ধে অভিযান, ২৭ জুলাই মৎস্য চাষিদের মাছ চাষ বিষয়ক বিশেষ পরামর্শ সেবা প্রদান, ২৮ জুলাই সুফল ভোগীদের প্রশিক্ষণ, ২৯ জুলাই জাতীয় মৎস্য সপ্তাহের মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান। সংবাদ সম্মেলনে আমাদের কন্ঠ প্রতিনিধি ডাঃ নয়ন রায়, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি রিয়াজ রহমান, জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক কমিটির সদস্য দৈনিক নয়াদিগন্ত প্রতিনিধি মোঃ হুমায়ুন কবির, জগন্নাথপুর অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল ওয়াহিদ, , সুনামকন্ঠ প্রতিনিধি মোঃ শাহজাহান মিয়া, অনলাইন প্রেসক্লাবের অর্থ সম্পাদক দৈনিক সিলেট বাণী প্রতিনিধি ও দৈনিক দেশ বাংলা টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক ও প্রকাশক হিফজুর রহমান তালুকদার জিয়া, দেশের কন্ঠ প্রতিনিধি বিল্পব দেবনাথ প্রমুখ। সংবাদ সম্মেলনে মৎস্য কর্মকর্তা আরো বলেন জাতীয় অর্থনৈতিক উন্নয়ন,আপামর জনগোষ্ঠীর পুষ্টি চাহিদা পূরণ, বৈদেশিক মুদ্রা অর্জন ও দারিদ্র বিমোচন ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে অপার সম্ভাবনাময় এই খাতের উন্নয়নে দেশের জনগণকে সচেতন করে মাছ চাষে উদ্বুদ্ধ ও সম্পৃক্ত করার জন্য দেশব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উৎযাপন হতে যাচ্ছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top