All Menu

সোনামসজিদ স্থলবন্দর সিএন্ডএফে মাদকসেবীদের হামলার অভিযোগ

মোঃ আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: দেশের দ্বিতীয় বৃহত্তম সোনামসজিদ স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন কার্যালয়ে মাদকসেবীদের হামলার অভিযোগ উঠেছে। এ নিয়ে বুধবার রাতে সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি ইসমাইল হোসেন বাদী হয়ে শিবগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এর আগে বুধবার সন্ধ্যায় সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন কার্যালয়ে এ ঘটনা ঘটে। অভিযোগে জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘি গ্রামের মৃত মামলত হোসেনের ছেলে মনিরুল ইসলাম মনি, মিছু সর্দারের ছেলে গোলাম মোরশেদ, ও গাধলা উড়ির ছেলে জেম মাদক সেবন অবস্থায় সিএন্ডএফ কার্যালয়ে গিয়ে সিএন্ডএফ’র কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন অশ্লীল ভাষায় গালাগালি করে ২ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে রাজি না হওয়ায় বিভিন্নভাবে ভয়ভীতি ও প্রাণ নাশের হুমকি দেয়। পরে কার্যালয়ের ক্যাশ বাক্সের তালা ভেঙে ৩৫ হাজার টাকা ছিনতাই করে। এ বিষয়ে শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top