ডাঃ নয়ন রায়, জগন্নাথপুর প্রতিনিধি, সুনামগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বন্যা পরবর্তী করনীয় ও পুনর্বাসন বিষয়ে জগন্নাথপুর প্রেসক্লাব ও অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন প্রয়াত জাতীয় নেতা আব্দুস সামাদের পুত্র কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্য নির্বাহী কমিটির সদস্য জগন্নাথপুরের কৃতি সন্তান আজিজুস সামাদ আজাদ ডন। বৃহস্পতিবার বিকেল ৫টায় জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময়-কালে আজিজুস সামাদ আজাদ ডন বলেন সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের জননেত্রী শেখ হাসিনা খুবই আন্তরিক। জগন্নাথপুর সহ সুনামগঞ্জের মানুষের দু:খ দুর্দশার কথা তিনি জানেন। আজিজুস সামাদ আজাদ ডন ও আওয়ামী লীগ পরিবারের তত্ত্বাবধানে বন্যা পুনর্বাসন তহবিল এর মাধ্যমে ২২ জুলাই শুক্রবার জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চিলাউড়া বাজারে ঢাকার বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ফ্রি চিকিৎসাসেবা ও ঔষধ প্রদান করা হবে। ২৩ জুলাই শান্তিগনজ উপজেলা ও ২৪ জুলাই জগন্নাথপুর উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ৩৫০ বাণ্ডিল ঢেউ টিন বিতরণ করা হবে। মতবিনিময় সভায় জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক কমিটির সদস্য দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি মো: হুমায়ুন কবির, প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি রিয়াজ রহমান, জগন্নাথপুর অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি বাংলাদেশ মিডিয়ার প্রতিনিধি আব্দুল ওয়াহিদ, যুগ্ম সাধারন সম্পাদক দৈনিক খবরপত্র প্রতিনিধি মুহাম্মদ ইয়াকুব মিয়া, কোষাধ্যক্ষ দৈনিক সিলেট বাণী প্রতিনিধি হিফজুর রহমান তালুকদার জিয়া, দৈনিক আমাদের কন্ঠ প্রতিনিধি ডা: নয়ন রায়, দৈনিক বিজয়ের কন্ঠ প্রতিনিধি মুহাম্মদ ইকবাল হোসেন। মতবিনিময়-কালে উপজেলা আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আজিজুস সামাদ ডনের সাথে উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।