মোঃ আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জে নির্বাচিত দশটি যুব সংগঠনের মধ্যে অনুদানের চেক বিতরণ এবং ৪০ জন প্রশিক্ষণার্থীর মধ্যে অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে চেক বিতরণ ও অনুদান প্রদান করেন জেলা প্রশাসক একেএম গালিব খান। অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ জাকিউল ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক আব্দুল মান্নান। এ সময় ৫ উপজেলার ১০টি নির্বাচিত যুব সংগঠনকে ৪ লক্ষ দশ হাজার টাকা এবং ৪০ জন ড্রাইভিং প্রশিক্ষণার্থীদের মাঝে ১ লাখ ৫০ হাজার টাকার ভাতা প্রদান করা হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।