All Menu

মমেক হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে ১জনের মৃত্যু

ময়মনসিংহ ব্যুরো, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন:ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও এক রোগীর মৃত্যু হয়েছে। মমেকে করোনায় চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া আলাউদ্দিন (৮৫) নামের এই বৃদ্ধ টাঙ্গাইলের বাসিন্দা ছিলেন।রোববার (১৭ জুলাই) সকালে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের (ফোকাল পার্সন) আবাসিক কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করছেন।
তিনি জানান, মমেক হাসপাতালের করোনা ইউনিটে নতুন করে ভর্তি হয়েছেন ১৩ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৮ জন। বর্তমানে আইসিইউতে ৪ জনসহ মোট ৩৮ জন রোগী এই হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এদের মধ্যে ১০ জন করোনা পজিটিভ।
এদিকে সিভিল সার্জন ডাঃ মোঃ নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে ১২৩ জনের নমুনা পরীক্ষা করে ১৬ জন করোনা শনাক্ত হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top