বিধান দাস, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার সকালে শহরের গোবিন্দ নগর আনসার ব্যাটালিয়ন সদর দপ্তর এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কার্যালয়ে এ কর্মসূচি পালন করা হয়। এ উপলক্ষে সকালে জেলা আনসার সদর দপ্তর চত্বরে একটি র্যালী বের হয়ে র্যালীটি সদর দপ্তর কার্যালয় চত্বর ঘুরে একইস্থানে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন এক আনসার ব্যাটালিয়নের পরিচালক ও জেলা কমান্ড্যান্ট ড. লুৎফর রহমান, সহকারি জেলা কমান্ড্যান্ট ফারুক হোসেন, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা রশিদুল ইসলাম, সদর উপজেলা প্রশিক্ষক প্রবীর কুমার রায় প্রমুখ। ঠাকুরগাঁও ১ আনসার ব্যাটালিয়নের পরিচালক ও জেলা কমাড্যান্ট ড. লুৎফর রহমান বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী তার জন্মলগ্ন থেকে দেশের উন্নয়নে বিভিন্ন প্রকার কার্যক্রম গ্রহণ করে আসছে এর মধ্যে অন্যতম হচ্ছে পরিবেশ এবং জলবায়ু রক্ষা। এরই অংশ হিসেবে ঠাকুরগাঁও জেলা এবং এক আনসার ব্যাটালিয়নে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হচ্ছে। এখানে ফলজ, বনজ ও ঔষধি এ তিন ধরনের গাছের চারা রোপন করা হয়েছে, যা মানুষের জীবনে নিত্য প্রয়োজনীয় ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।