All Menu

সিদ্ধেশ্বরী গালর্স কলেজের প্রাক্তণ অধ্যক্ষের ইন্তেকাল: পাটমন্ত্রীর শোক

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: রাজধানী ঢাকার সিদ্ধেশ্বরী গালর্স কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সৈয়দা শামসে আরা হোসেন সোমবার সন্ধ্যা ৭টায় উত্তরায় ১৩ নং সেক্টরে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি—-রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। মঙ্গলবার বাদ ফজর উত্তরায় ১৩ নং সেক্টরে গাউসুল আজম মসজিদে মরহুমার প্রথম নামাজে জানাজা অনু্ষ্ঠিত হয়। পরে তাঁর দীর্ঘদিনের কর্মস্থল নিউবেইলি রোডে সিদ্বেশ্বরী গার্লস কলেজে দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে মরহুমার সহকর্মী, কলেজের শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষার্থী অংশ নেন। পরে তাঁকে আজিমপুর কবরস্থানে তাঁর বাবার কবরে দাফন করা হয়। শিক্ষাবিদ, সৈয়দা শামসে আরা হোসেন ১৯৬৬ থেকে ২০০৮ পর্যন্ত সিদ্ধেশ্বরী গার্লস কলেজে অধ্যক্ষ হিসেবে দায়িত্বপালন করেন। সিদ্বেশ্বরী গার্লস কলেজ-এর অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সৈয়দা শামসে আরা হোসেন এর মৃত‍্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বীরপ্রতীক।
মন্ত্রী মঙ্গলবার এক শোকবার্তায় বলেন, দেশের নারী শিক্ষা ও নারী ক্ষমতায়নে বিশেষ করে রাজধানী ঢাকার সিদ্ধেশ্বরী গালর্স কলেজ প্রতিষ্ঠায় তাঁর অবদান বিশেষভাবে স্মরণীয়। মন্ত্রী মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস‍্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top