মোঃ আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নকলনবিশ এসোসিয়েশন চাঁপাইনবাবগঞ্জ সদর শাখার নবগঠিত কমিটির পরিচিতি-সভা অনুষ্ঠিত হয়। সোমবার বিকালে জেলা রেজিস্টারের কার্যালয় চত্বরে সংগঠনটির সাধারণ সম্পাদক মোঃ আরিফ সুমনের সঞ্চালনায় এ পরিচিতি সভার আয়োজন করা হয়। সংগঠনটির সভাপতি মোঃ আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা রেজিস্টার ও সংগঠনটির উপদেষ্টা মোঃ আলী আকবর, সাব রেজিস্টার মোঃ রাফায়েল ফাতেমি, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোঃ শরিফুল আলম প্রমুখ। নকলনবিশদের দাবী দাওয়া পূরণের আশ্বাস দেন জেলা রেজিস্টার। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয় ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।