All Menu

অসুস্থ ছোট ভাইয়ের চিন্তায় বড় ভাইয়ের মৃত্যু

ইয়াকুব নবী ইমন, নোয়াখালী জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন:চরম এক ট্রাডেজির শিকার হলো নোয়াখালীর চৌমুহনী পৌর যুবদলের আহবায়ক জাহের আলম লিটনের পরিবার। অসুস্থ ছোট ভাইয়ের চিন্তায় হৃদরোগে আক্রান্ত হয়ে বড় ভাই যুবদল নেতা জাহের আলম লিটনের(৫০) মৃত্যু হয়েছে। সূত্র জানায়, চৌমুহনী শহরের ব্যবসায়ী ও যুবদল নেতা জাহের আলম লিটনের ছোট ভাই আনোয়ার হোসেন ব্রেইন স্ট্রোক করে বিগত কয়েক দিন ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন ছিলো। সোমবার সকালে হাসপাতালে তার অপারেশন হওয়ার কথা। অসুস্থ ছোট ভাই আনোয়ার হোসেন ও তার পরিবারের চিন্তায় অস্থির হয়ে পড়েন বড় ভাই যুবদল নেতা জাহের আলম লিটন। পরিবারের সদস্যরা জানান, চিন্তায় লিটন রোববার রাতে হৃদ রোগে আক্রান্ত হন। তাকে দ্রুত মাইজদী গুডহিল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। সোমবার দুপুরে জহরের নামাজের পর চৌমুহনী কাচারী বাড়ি মসজিদের সামনে জানাজা শেষে তাঁকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
মৃত্যু কালে তিনি স্ত্রী, ২ ছেলে, ২ মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বরকত উল্যাহ বুলু গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। সেই সাথে অসুস্থ জাহের আলম লিটনের ছোট ভাই আনোয়ার হোসেনের দ্রুত সুস্থতা কামনা করেছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top