All Menu

চাঁপাইনবাবগঞ্জে মহিলা সংস্থার ৩৪তম ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

মোঃ আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে ৩৪তম দর্জি প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। রবিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ শহরের ফুড অফিস মোড়স্থ জেলা মহিলা সংস্থা কার্যালয়ের সামনে এই উপলক্ষে অনুষ্ঠানে অতিথি ছিলেন নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ ড. প্রফেসর শংকর কুমার কুন্ডু, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মনোয়ারা খাতুন, নামোশংকরবাটি কলেজের অধ্যক্ষ আলহাজ্ব মোঃ আব্দুল জলিল। তৃণমূল পর্যায়ে আর্থিক ক্ষমতায়নে নারী উদ্যোগতাদের বিকাশ সাধন প্রকল্পের ২ ব্যাচের প্রশিক্ষণার্থীদের ও দর্জি প্রশিক্ষণের ৩৪ তম ব্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় মহিলা সংস্থার জেলা চেয়ারম্যান আলহাজ¦ এ্যাড. ইয়াসমিন সুলতানা রুমা। তাসরিন সুলতানার সঞ্চালনায় সূচনা বক্তব্য রাখেন প্রশিক্ষণ কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ। এসময় উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সংস্থার পরিচালনা কমিটির সদস্য তাসমিমা আনোয়ার কলি, প্রকল্পের পরিচালনা কমিটির সদস্য উপজেলা মৎস্য অফিসার মাসুদ পারভেজ, জাতীয় মহিলা সংস্থার ভারপ্রাপ্ত কর্মকর্তা জোহরা খাতুনসহ মহিলা সংস্থার সকল ট্রেডের প্রশিক্ষকবৃন্দ ও প্রশিক্ষণার্থীরা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top