All Menu

শিবগঞ্জে শিশুদের মাঝে ৭ লাখ ৩২ হাজার চেক বিতরণ

মোঃ আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহ্ নেয়ামত উল্লাহ শিশু সদন, ঢ়োড়বোনা কেন্দ্রীয় শিশু সদন ও শিবগঞ্জ ইয়াতিমখানার নিবাসী শিশুদের মাঝে ৭ লাখ ৩২ হাজার টাকা আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে তিন প্রতিষ্ঠানের প্রধানের হাতে এসব সহায়তার চেক তুলে দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়াসহ অন্যরা। অনুষ্ঠানে শাহ্ নেয়ামত উল্লাহ শিশু সদনের ৩০ নিবাসী শিশুকে ৩ লাখ ৬০ হাজার টাকা, শিবগঞ্জ ইয়াতিমখানার ২২ নিবাসী শিশুকে ২ লাখ ৬৪ হাজার টাকা ও ঢ়োড়বোনা কেন্দ্রীয় শিশু সদনের ৯ নিবাসী শিশুকে ১ লাখ ৮ হাজার টাকার চেক প্রদান করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top