All Menu

বন্যার্তদের মাঝে রাজনগর থানা পুলিশের রান্না করা খাবার বিতরণ

মশাহিদ আহমদ, মৌলভীবাজার জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন:মৌলভীবাজারে রাজনগর থানা পুলিশের উদ্যোগে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। উপজেলার বন্যা কবলিত ২নং উত্তরভাগ ইউনিয়নের কামাল পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত আশ্রয় কেন্দ্রের ৪০০ লোকের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়। পানি-বন্দি এসব অসহায় মানুষের জন্য রাজনগর থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলামের নেতৃত্বে রাজনগর থানা পুলিশের একটি দল আশ্রয় কেন্দ্রটিতে রান্না করা খাবার নিয়ে পৌঁছান। রাজনগর থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম জানান- জেলার মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নেতৃত্বে আমরা বন্যা মোকাবেলায় কাজ করে যাচ্ছি। জেলার আশ্রয় কেন্দ্রগুলোতে সার্বক্ষণিক খোঁজখবর রাখা হচ্ছে । খাদ্য ও নিরাপত্তার বিষয়টিও দেখভাল করছে থানা পুলিশ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top